Co Operative Bank: দাসপুরে সমবায় ভোটে অশান্তির আশঙ্কা,১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা!
ABP Ananda LIVE :পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সমবায় ব্যাঙ্ক থেকে টাকা তোলার হিড়িক। ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা। সমবায় ব্যাঙ্কের নির্বাচনের মনোনয়ন জমার দিন তুমুল গন্ডগোলের অভিযোগ। ঝামেলার জেরে আতঙ্কে কাঁটা গ্রাহকদের বড় অংশ। লিমিট বেঁধে দিলেও টাকা তোলার হিড়িক কমেনি, দাবি ব্যাঙ্ক ম্যানেজারের। ব্যাঙ্কের উপর আস্থা নেই, সাফ জানিয়েছেন গ্রাহকদের একাংশ। সন্ত্রাসের ভয়ে এই কাণ্ড বলে কটাক্ষ বিরোধীদের। যদিও মনোনয়ন জমার দিন কোনও অশান্তি হয়নি বলে দাবি করেছে শাসকদল। এক গ্রাহকের সাফ দাবি, ভয়ে টাকা তুলে নিচ্ছি। সমিতির ওপর ভরসা রাখতে পারছি না। ৫৪ বছরের পুরনো সমবায় ব্যাঙ্ক। অথচ সেই কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপরেই এখন আর ভরসা রাখতে পারছেন না পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার বাসিন্দারা। কয়েকদিনের মধ্যেই এই সমবায় ব্যাঙ্কে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। আর সেই খবর মিলতেই টাকা নয়ছয়ের আশঙ্কায় কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে নিজেদের গচ্ছিত আমানত তুলে নেওয়ার হিড়িক পড়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গৌরা-সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে।


















