Coal Smuggling Case: জেলে আসার পরদিনই কেন বিকাশ মিশ্রকে পাঠাতে হল হাসপাতালে? চার জায়গায় চিঠি সিবিআইয়ের | Bangla News
কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) একসঙ্গে চার জায়গায় চিঠি পাঠাল সিবিআই (CBI)। রাজ্যের ৩টি সরকারি হাসপাতাল ও আসানসোল সংশোধনাগারে পাঠানো হয়েছে চিঠি। সিবিআই সূত্রে খবর, আসানসোল জেল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে, গত শনিবার জেলে আসার পর বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা কতটা খারাপ ছিল, যাতে পরের দিনই হাসপাতালে পাঠাতে হয়।
সিবিআই সূত্রে খবর, আসানসোল জেলা হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা কেমন ছিল, কেন অন্য হাসপাতালে রেফার করা হয়েছিল, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসকেএমে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, বিকাশ মিশ্রকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল। পাশাপাশি, বর্তমানে বিকাশের কী ধরনের শারীরিক সমস্যা রয়েছে ও কী ধরনের চিকিৎসা চলছে, তাও জানতে চাওয়া হয় সিবিআইয়ের তরফে, খবর সূত্রের।