Durgapur: দুর্গাপুরে রেলের জমির পাট্টা বিলির নামে টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
দুর্গাপুরে রেলের জমির পাট্টা বিলির নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রেলের উচ্ছেদ-নোটিস পেয়ে তৃণমূলের বিদায়ী বরো চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, বছরখানেক আগে রেলের জমিতে পাট্টা দেওয়ার নামে বাড়িপিছু ৮০০ টাকা করে নেন স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। সম্প্রতি রেল ওই জবরদখলকারীদের উচ্ছেদের নোটিস দেয়। গতকাল বিদায়ী বরো চেয়ারম্যান ও ওই ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরকে ঘেরাও করে বিক্ষোভ দেখান জবরদখলকারীরা। টাকা নিয়ে জমির পাট্টা বিলির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর। তৃণমূল জমানায় কাটমানি-সংস্কৃতি চলছে, কটাক্ষ করেছে বাম-বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি জমি থেকে উচ্ছেদ, প্রতিক্রিয়া রেল কর্তৃপক্ষের।

















