Covid-19 New Variant: বাংলায় করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৩০, কী জানাচ্ছেন চিকিৎসকরা ?
বাংলায় খোঁজ মিলল করোনার নতুন উপ প্রজাতি কেপি ডট টু-এর। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলায় করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৩০ জন। যদিও এখনই উদ্বেগের কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মহারাষ্ট্র, কেরালা ও কর্নাটকের পর এবার বাংলায় খোঁজ মিলল করোনার নতুন উপ প্রজাতি কেপি ডট টু-এর। সারা দেশে এখনও পর্যন্ত ২৭২ জন করোনার নতুন উপ প্রজাতি কেপি ডট টু-এ আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।
এরমধ্যে রয়েছেন বাংলার ৩০ জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলা থেকে গত চারমাসে বেশ কিছু নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে কেপি ডট টু-এ আক্রান্ত ৩০ জন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কেপি ডট টু-এ আক্রান্ত হয়েছেন বহু মানুষ।
সব থেকে বেশি সংক্রমণ হয়েছে আমেরিকায়।




















