Cow Smuggling Case : গরু পাচার মামলায় শ্রীগুরু রাইস মিলের প্রয়াত মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
গরু পাচার মামলায় বীরভূমের শ্রীগুরু রাইস মিলের প্রয়াত মালিকের ছেলেকে আজ জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ২০১৩ সালে হস্তান্তরের আগে শ্রীগুরু রাইস মিলের মালিক ছিলেন হারাধন মণ্ডল। তিনি মারা গিয়েছেন। আজ তাঁর এক ছেলে, শ্যামল মণ্ডলকে বোলপুরের ক্যাম্প অফিসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। এই শ্রীগুরু রাইস মিলের হস্তান্তরের পর নাম হয় ভোলে ব্যোম রাইস মিল। যে রাইস মিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ও প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। গত ১৯ অগাস্ট ভোলে ব্যোম রাইস মিলে তল্লাশি চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ১৫ কোটির টাকার সম্পত্তি কেনা হয়েছিল ৫ কোটি টাকায়। কীভাবে প্রভাব খাটিয়ে কম টাকায় সম্পত্তি কেনা হয়, কারা প্রভাব খাটিয়েছিল, মূলত আজ সে বিষয়েই শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।


















