এক্সপ্লোর
Loksabha Poll 2024:সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে
ভবানীপুরে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থীর অভিযোগ, ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে রানি শঙ্করী লেন ও হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে তাঁদের আটকানো হয়। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যেতেও সিপিএম প্রার্থীকে বাধা দেয় পুলিশ। এই নিয়ে কালীঘাট থানার পুলিশের সঙ্গে বচসায় জড়ান কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শা হালিম। পুলিশের দাবি, ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায়, মিছিল আটকানো হয়েছে।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















