Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরের উন্নয়ন খতিয়ে দেখতে অডিটের দাবি পরিবেশকর্মীদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রবীন্দ্র সরোবরের (rabindra sarobar) উন্নয়নে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থের সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না? তা খতিয়ে দেখতে অডিটের দাবি তুলল পরিবেশকর্মী এবং কালচারাল অ্যান্ড লিটেরারি ফোরাম। এর জন্য KMDA-কে ১০ দিনের সময়সীমা দিয়েছেন তাঁরা।
পঞ্চায়েত সমিতির অফিসে পঞ্চব্য়ঞ্জনে আইবুড়োভাত খেয়ে বিতর্কে বিডিও (BDO Aiburobhat)। আইবুড়ো ভাত খেয়ে তৃণমূলের ব্লক সভানেত্রীর পা ছুঁয়ে প্রণামও করেছিলেন বিডিও। কী হয়েছে জানতে চেয়ে এবার বর্ধমান ১-এর (Barddhaman 1) বিডিও রজনীশকুমার যাদবকে চিঠি দিলেন জেলাশাসক। গতকাল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে দাবি করেন, এটা বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির অফিস। আর, যাঁর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, তিনি এখানকার BDO, রজনীশ কুমার যাদব। বৃহস্পতিবার, একটি ভিডিওটি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, আশ্চর্যের কিছু নেই। শাসক দল এবং প্রশাসনের মধ্যে যে লাইনটা সর্বদা অস্পষ্ট ছিল, তা সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে। ভিডিওতে দেখা যায়, রীতিমতো শাঁখ বাজিয়ে, BDO-র আইবুড়ো ভাতের আয়োজন করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্য়রা। বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও তৃণমূলের ব্লক সভাপতির পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন BDO। পা ছোঁয়ার পর, ধান-দুর্বা দিয়ে BDO-কে আশীর্বাদ করতেও দেখা যায় তৃণমূলের ব্লক সভানেত্রী এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সনকে। আর আইবুড়ো ভাত খেয়ে বিপাকে বর্ধমান ১ নম্বর ব্লকের BDO। কী ঘটনা ঘটেছে? তার বিবরণ জানতে চেয়ে BDO-কে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। জেলা প্রশাসন সূত্রে দাবি, BDO-র লিখিত উত্তর পাওয়ার পরই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





ট্রেন্ডিং
সেরা শিরোনাম
