Cyclone Remal Dam:আতঙ্কে উপকূল এলাকার বাসিন্দারা, বাঁধ মেরামতিতে ভরসা নিজেরাই
কথায় বলে, নদীর ধারে বাস, ভাবনা বারোমাস। কিন্তু ঘূর্ণিঝড়-আছড়ে পড়ার আগেই, আতঙ্কে উপকূল এলাকার বাসিন্দারা। কোথাও নদীবাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে, কোথাও আবার নড়বড়ে হয়ে পড়েছে বাঁধ। এরইমধ্য়ে বাঁধ মেরামতিতে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাই। উত্তাল নদীর স্রোতে ধুয়ে যাচ্ছে পাড়ের মাটি। রেমাল আছড়ে পড়ার আগেই আতঙ্কে-আশঙ্কায় দিশেহারা দক্ষিণবঙ্গের উপকূল এলাকার বাসিন্দারা।কোথাও বাঁধ মেরামত করতে গ্রামবাসীরাই হাতে তুলে নিলেন কোদাল। কোথাও নদীর স্রোত ঠেকাতে বাঁধের গায়ে বালির বস্তা ফেলছেন গ্রামবাসীরা। ইছামতীর পাড়ে হিঙ্গলগঞ্জের সান্ডিলবিল এলাকা। একপাড়ে ভারত। ওই পাড়ে বাংলাদেশ। এই এলাকায় প্রায় ১২-১৪০০ পরিবারের বাস। নদীবাঁধ দুর্বল হতেই, প্রশাসনের তরফে গ্রামবাসীদের এগিয়ে আসতে অনুরোধ করা হয়। অন্য়দিকে, ঝড়ের মধ্য়ে সিঁদূরে মেঘ দেখছে সন্দেশখালির বেড়মজুর ২ নম্বর পঞ্চায়েতের হালদার পাড়া এলাকা বাসিন্দারা। দুর্যোগে ফুঁসছে বিদ্য়াধরী। দুর্বল হয়ে পড়েছে মাটির বাঁধ। বাঁধ বাঁচাতে গ্রামবাসী নিজেরাই হাতে তুলে নিয়েছে কোদাল।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)