Cyclone Remal Update: রেমাল তাণ্ডবে কলকাতা বিমানবন্দরে দীর্ঘক্ষণ বিঘ্নিত পরিষেবা, ধীরে ধীরে স্বাভাবিক হল পরিষেবা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রেমাল তাণ্ডবে কলকাতা বিমানবন্দরে দীর্ঘক্ষণ বিঘ্নিত হয়েছে পরিষেবা। ঝোড়ো হাওয়ার দাপটে কলকাতায় কোনও বিমান নামতে পারছিল না। অবশেষে কিছুক্ষণ আগে শুরু হয়েছে বিমান অবতরণ। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে দিনভর ভারী-অতিভারী বৃষ্টি। কাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর ঝোড়ো হাওয়ার দাপট। বুধবার থেকে ৪দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।
বিমান পরিষেবা চালু হওযার পরেও সমস্যা। খারাপ আবহাওযার জন্য বিমান অবতরণে সমস্যা। উড়ান ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য বিমানবন্দরে। তবে কলকাতা বিমানবন্দর থেকে বিমান আকাশে উড়তে সমস্যা হচ্ছে নায ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু বাবা-ছেলের। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল, তারের সংস্পর্শে আসাতেই দুর্ঘটনা। প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা, বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে। পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রাম এলাকায় দুর্ঘটনা।