DA Case: 'রাজ্য সরকারকে বলুন, কিছু টাকা হলেও দিন', DA-মামলায় রাজ্যের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট
ABP Ananda LIVE :রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দেওয়া নিয়ে টানাপোড়েন অব্যাহত (DA Case)। সেই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন DA আদৌ মৌলিক অধিকার কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠল। পাশাপাশি, রাজ্যের সরকারি কর্মীদের কিছু টাকা হলেও দেওয়া হোক বলে মন্তব্য করল শীর্ষ আদালত। পাল্টা রাজ্য জানাল, ১০০ দিনের কাজের টাকাও দিচ্ছে না কেন্দ্র। সবটাই রাজ্যকে নিজের কোষাগার থেকে দিতে হচ্ছে। (Supreme Court)।মঙ্গলবার শীর্ষ আদালতে DA মামলার শুনানি শুরু হয়েছে। সেখানে মধ্যাহ্ন বিরতির পর রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশে আদালত বলে, "ওঁরা তো আপনাদেরই কর্মী! কোথাও পালিয়ে যাচ্ছেন না। রাজ্য সরকারকে বলুন, কিছু টাকা হলেও দিন।" এর পাল্টা, সংবিধানকে উদ্ধৃত করেন রাজ্য সরকারের আইনজীবী। তিনি বলেন, "২৫ শতাংশ DA দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ, তা সাংবিধানিক এক্তিয়ারভুক্ত।" (DA Case)


















