DA Case: সুপ্রিম কোর্টে ফের DA মামলার শুনানি স্থগিত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে ফের DA মামলার শুনানি স্থগিত। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদের। DA-র অপেক্ষায় হাজার হাজার সরকারি কর্মচারী। DA মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ৪ মাস পর মামলা উঠেও, ফের শুনানি স্থগিত। কবে DA মামলার ফের শুনানি? এখনও জানায়নি সুপ্রিম কোর্ট।
বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেনের শপথ-টানাপোড়েনের মধ্যেই রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, 'ওঁর রাজভবনে কেন সবাই যাবে?রাজভবনে যা কীর্তিকলাপ চলছে মেয়েরা যেতে ভয় পাচ্ছে।' এরপর, গত ২৯ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দেন রাজ্যপাল। ২ জুলাই কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর বনাম রাজ্যপালের সেই মামলার শুনানি হল সোমবার । দুই পক্ষের সওয়াল জবাব শুনে রায়দান আপাতত স্থগিতই রাখল আদালত।