(Source: ECI/ABP News/ABP Majha)
Dakshineswar Murder Case: দক্ষিণেশ্বরে ব্যবসায়ী অপূর্ব ঘোষের খুনের ঘটনায় গ্রেফতার ৩
ABP Ananda LIVE: দক্ষিণেশ্বরে (Dakkhineswar)ব্যবসায়ী অপূর্ব ঘোষের খুনের ঘটনায় গ্রেফতার ৩। গ্রেফতার দিদি অলক্তিকা, জামাইবাবু সুদীপ দাস এবং মামা সঞ্জীব পাত্র। সম্পত্তি নিয়ে গণ্ডগোলের জেরে খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। গত ১৩ জুন দক্ষিণেশ্বরে নিজের বাড়িতেই উদ্ধার হয় অপূর্ব ঘোষের রক্তাক্ত দেহ। পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর সংগ্রহ করা হয় সিসিটিভি ফুটেজও।
NEET-দুর্নীতির অভিযোগে বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে নোটিস জারি করল সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ। ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৬৩ জনকে গ্রেস মার্ক। ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে প্রথম স্থানে ৬৭ জন। প্রশ্ন ফাঁসের পাশাপাশি, উঠেছে পরীক্ষায় কারচুপির অভিযোগ। ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা NEET-এর ফল প্রকাশের পরই তুঙ্গে উঠেছে বিতর্ক। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে জমা পডেছে একাধিক আবেদন। শুক্রবার সেই সব আবেদনের শুনানি হয় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে। NTA এবং অন্য আদালতে মামলাকারীদের নোটিস জারি করে সর্বোচ্চ আদালতের নির্দেশ, ২ সপ্তাহের মধ্যে দিতে হবে উত্তর। গত ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA. তারপরই দানা বাঁধে বিতর্ক।সুপ্রিম কোর্ট সহ একাধিক হাইকোর্টে দায়ের হয় মামলা।