Police: ফের বদলি করা হল IPS অফিসার দময়ন্তী সেনকে
ফের বদলি করা হল IPS অফিসার দময়ন্তী সেনকে। কলকাতা পুলিশ (Police) থেকে তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশে। কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দুই থেকে, দময়ন্তী সেনকে পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে। রাজ্য সরকার সূত্রে, একে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে চাঞ্চল্য ফেলে দেওয়া একাধিক ঘটনার তদন্তে দময়ন্তী সেনকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী ধর্ষণ-মামলার তদন্তে নজরদারির জন্য, গতবছর এপ্রিলে তাঁকে দায়িত্ব দেয় আদালত। এরপর কাকদ্বীপে জোড়া খুনের অভিযোগের ঘটনাতেও, গত জানুয়ারি মাসে দময়ন্তীর নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত মে মাসে, কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর তদন্তেও, এই IPS অফিসারকে নিয়েই সিট গঠন করেছে হাইকোর্ট।


















