(Source: ECI/ABP News/ABP Majha)
Cyclone Dana News: দানা মোকাবিলায় প্রস্তুত রাজ্য, রাতভর নজর রাখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
Cyclone Dana: উপকূলের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। গত ৬ ঘণ্টায় ১৩ কিমি গতিবেগে এগিয়ে এসেছে 'দানা'। মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। বিপর্যয় মোকাবিলায় তৎপর প্রশাসন। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "২৪ ঘণ্টার হেল্পলাইন চালু আছে নবান্ন ও জেলায়। আজ রাতে সবাইকে বলা হয়েছে জেলায়, ব্লকে তারা নিজেদের অফিসিয়াল সিস্টেমের মেকানিজিম নজর রাখবে। কেউ কেউ বলছে সকাল ৯টা, সকাল ৬টা, ৭টা হতে পারে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আসছে 'দানা', ভদ্রকে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে স্থানীয়দের। জোরকদমে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ করছে প্রশাসন। চলছে সতর্কতামূলক প্রচার। দ্রক জেলার ধামারা ও কেন্দ্রাপাড়া জেলার ভিতরকণিকার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। ভদ্রকের ৮টি ব্লকের মধ্যে ২টি নিচু এলাকা রয়েছে। শুধুমাত্র ভদ্রকেই ৮০ হাজার মানুষকে স্থানান্তরিত করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। খোলা হয়েছে দেড়শোটি ত্রাণ শিবির। ভদ্রক ও কেন্দ্রাপাড়া ছাড়াও ময়ূরভঞ্জ, বালেশ্বর, জগৎসিংপুর, জাজপুর ও কটকে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। ABP Ananda live