Deganga Covid Vaccination: ফোনে মেসেজ আসা সত্ত্বেও 'মেলেনি টিকা', ভ্যাকসিনের আকাল দেগঙ্গায়
উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও ভ্যাকসিন হয়রানির অভিযোগ উঠেছে। লম্বা লাইন পড়ে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে। অভিযোগ, মোবাইল ফোনে মেসেজ পেয়ে ভ্যাকসিন সেন্টারে এসে দেখা যায় ভ্যাকসিন সেন্টারে তালা ঝুলছে। পর্যাপ্ত যোগান না থাকায় এমনটা সমস্যা, দাবি জেলা স্বাস্থ্য দফতরের।
সংক্রমণ মোকাবিলায় বন্ধ রাজপুর-সোনারপুর পুরসভার সমস্ত বাজার। আজ দ্বিতীয়দিন বাজারগুলিকে জীবানুমুক্ত করা হচ্ছে। মেশিনের মাধ্যমে এলাকা স্যানিটাইজ করার কাজ চলছে পুরদমে। এর পাশাপাশি রাজপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, গড়িয়া সহ বন্ধ বাজারগুলিতে রয়েছে পুলিশের নজরদারি।
এদিকে ১০০ দিন পেরিয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৪০ হাজারের নীচে। আরও কমল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯০৭ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৫৬৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৬ হাজার ৯৯৪।