Dengue Update: নভেম্বর পর্যন্ত থাকতে পারে ডেঙ্গির দাপট, বললেন বিশেষজ্ঞরা | ABP Ananda LIVE
রাজ্যে পরপর ডেঙ্গি ( Dengue ) আক্রান্তের মৃত্যুতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। কলকাতা পুরসভা ( KMC ) এলাকাই হোক বা জেলার বিভিন্ন পুর এলাকা, মৃত্যু রোখা যাচ্ছে না কিছুতেই। চরিত্র বদলে আরও ভয়ঙ্কর ডেঙ্গি! সময়ে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যা রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে চিকিৎসকদের। স্বাভাবিকভাবেই ডেঙ্গির দাপট নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে মানুষের প্রশ্ন, কবে যাবে ডেঙ্গি? বিশেষজ্ঞদের ধারণা, পুজো পেরিয়েও দাপট দেখাতে পারে ডেঙ্গি।
বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বর পর্যন্ত থাকতে পারে ডেঙ্গির দাপট। শহরের থেকে বেশি শহরতলিতে ছড়াতে পারে ডেঙ্গি, এমনই আশঙ্কা করছেন পতঙ্গবিদরা। ব্লিচিং বা গ্যামাক্সিন ছড়িয়ে লাভ হবে না, দরকার জমা জলের ওপর স্প্রে, মত পতঙ্গবিদদের।


















