Santanu Sen: IMA রাজ্য শাখার ভোটে লড়বেন না বলে ঘোষণা করেও, ফের সিদ্ধান্ত বদলে ফেললেন শান্তনু সেন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: একমাসেই অবস্থান বদল! IMA রাজ্য শাখার ভোটে লড়বেন না বলে ঘোষণা করেও, ফের সিদ্ধান্ত বদলে ফেললেন শান্তনু সেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনি । সেপ্টেম্বর মাসে শান্তনু সেন দাবি করেছিলেন, ইন্ডিয়ান মেডিক্য়াল কাউন্সিলের মতো অরাজনৈতিক সংগঠনে, রাজনৈতিক সত্তা নিয়ে, না থাকাই উচিত। কিনতু, IMA-র রাজ্য় শাখার প্রার্থী তালিকা প্রকাশ হতেই, দেখা যায় - তাতে নাম রয়েছে শান্তনু সেনের। শুক্রবার শেষদিনে, মনোনয়ন জমা দেন তিনি। কিনতু, হঠাৎ সিদ্ধান্ত বদল কেন?
আরও খবর..
দিকে দিকে বিক্ষোভ, আবাস নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। আবাসের তালিকা থেকে বাদ যাওয়া নাম, ফের খতিয়ে দেখার নির্দেশ।বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা যাচাইয়ের নির্দেশ নবান্নর। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যান, জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নর
এবার ক্যানিংয়ে আবাস-বিক্ষোভ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তালিকা তৈরিতে পক্ষপাতের অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদেরই ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ গ্রামবাসীদের। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
![RG Kar Doctor Death Case: RG কর মামলা হাইকোর্টে ফেরাতে সুপ্রিম কোর্টে নিহত চিকিৎসকের পরিবার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/04/c56bacdeb28afa6335c0cbe3097dc8821738637562614968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)