Digha Ratha Yatra: রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা, প্রস্তুতি দেখলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE: রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকতশহরে রথযাত্রা পালিত হবে। শহরজুড়ে সাজো সাজো রব, জগন্নাথ মন্দিরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। আজ রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর। গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৫ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আদালত এটা আশা করে যে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে রাজ্য সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। ভর্তি হোক বা নিয়োগ, রাজ্য সমস্ত ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মানবে এটাই প্রত্যাশিত, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 'রাজ্য জানিয়েছে যে, ভর্তি সংক্রান্ত যে পোর্টাল প্রথমে খোলা হয়েছিল আদালতের নির্দেশের পরে তাতে পরিবর্তন আনা হয়েছে'। 'এখনই ওবিসি-এ, ওবিসি-বি শ্রেণিবিন্যাসকে তারা বিবেচনার মধ্যে আনছে না, এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে' । রাজ্যের সওয়ালের প্রেক্ষিতে আদালত মনে করছে যে ২০১০ সালের আগে পর্যন্ত যারা ওবিসি তালিকাভুক্ত ছিল তাদের আবেদনও গ্রহণও করা হবে, নির্দেশে পর্যবেক্ষণ রাজাশেখর মান্থার। আগামী ৪ জুলাইয়ের মধ্যে হলফনামা দেবে রাজ্য, ওই দিনই পরবর্তী শুনানি।


















