Dilip Ghosh: নাড্ডার বাসভবনে গিয়ে দেখা না পেয়ে ফিরে এলেন দিলীপ ঘোষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দিল্লি গেলেন দিলীপ ঘোষ। বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবনে গিয়ে পৌঁছন দিলীপ ঘোষ। কিন্তু ৫ মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন। বাড়ি ছিলেন না বিজেপি সভাপতি। বিকেলে দেখা হবে তাঁর সঙ্গে বলে জানালেন দিলীপ। এর আগেও জে পি নাড্ডার সঙ্গে কথা বলতে চেয়ে সময় চেয়েছিলেন দিলীপ ঘোষ। আজ প্রধানমন্ত্রীর সভায় দিলীপের না থাকা নিয়ে এরমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড়। সাম্প্রতিক অতীতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে একের পর এক বিতর্ক দেখা দিয়েছে।
আরও খবর...
পাখির চোখ ২৬। বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। কোমর বেঁধে প্রচার যুদ্ধে নেমেছে যুযুধানেরা। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন উপলক্ষ্যে মহাসমাবেশ। তার আগে আজ, শুক্রবার বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরে জোড়া সভা তাঁর। তুমুল তৎপরতা বঙ্গ বিজেপি শিবিরে।
শুক্রবার দুপুর ২ টো ৩৫-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় ১৬ কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি।


















