SSC News: এসএসসি-র দাগি তালিকা নিয়ে অসন্তোষ বিরোধী শিবির ও 'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা মহলে
ABP Ananda LIVE: দিনভর টালবাহানার পর শনিবার সন্ধে ও মধ্যরাতে দাগিদের ২টি তালিকা প্রকাশ করেছে এসএসসি। যার কোনওটাতেই নেই দাগি শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের নাম কিংবা তাদের পড়ানোর বিষয়। আর এ নিয়েই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বিরোধী শিবির ও 'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা মহলে। বিরোধী শিবিরের স্পষ্ট অভিযোগ, এসএসসি- র প্রকাশিত এই তালিকা অসমপূর্ণ ও অস্বচ্ছ। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার একে বলছেন টিপ অব দ্য আইসবার্গ! বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপিও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
SSC দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম
এসএসসি দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম। ১৩৬০ নম্বরে নাম রয়েছে স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস। দমদম-ব্যারাকপুর মহিলা জেলা তৃণমূলের সভাপতি স্বপ্না বিশ্বাস। মাসুন্দা বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি স্বপ্না বিশ্বাস। তৃণমূল নেত্রী স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি চলে গেছে। শতাব্দী বিশ্বাস ভূগোলের শিক্ষিকা ছিলেন, ২০১৯ সাল থেকে মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।

















