Sonarpur News: কালীপুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার, যুবককে হত্য়া
ABP Ananda LIVE: কালীপুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার, যুবককে 'কুপিয়ে খুন' । যুবককে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে । সোনারপুর থানার কুস্টিয়া এলাকার ঘটনা । খুনের অভিযোগে আটক প্রতিবেশী ও তাঁর স্ত্রী । পাড়ার কালী পুজোয় নিজের বাড়ির সাউন্ড সিস্টেম ব্যবহার করতে দিয়েছিলেন সনাতন' । রাত ১০টা নাগাদ সাউন্ড সিস্টেম বন্ধ করে বাড়ি নিয়ে যান তিনি' । এক প্রতিবেশী অসুস্থ থাকায় বক্স চালানোয় তাঁর অসুবিধা হয়' । সেই কারণেই সাউন্ড সিস্টেম বন্ধ করে নিয়ে যান সনাতন' । তারপরই তাঁর বাড়িতে চড়াও হন চার প্রতিবেশী' । 'চড়াও হন পিন্টু সাহা নামে এক প্রতিবেশী ও তাঁর স্ত্রী' । সনাতনের বাড়িতে চড়াও হন পিন্টুর শ্যালক ও তাঁর স্ত্রীও' । 'সনাতনের মা ও ভাইকে মারধর করা হয়' । প্রতিবাদ করলে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় সনাতনকে, দাবি পরিবারের । রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সনাতনকে । হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । পিন্টু সাহা ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ






















