Durga Puja 2025:'দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসাব দেয়নি কোন কোন পুজো কমিটি?' তথ্য তলব হাইকোর্টের
ABP Ananda Live: 'দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসাব দেয়নি কোন কোন পুজো কমিটি?' বিস্তারিত তথ্য তলব কলকাতা হাইকোর্টের। যাঁরা হিসাব দিচ্ছেন না, তাঁদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। প্রয়োজনে অনুদান বন্ধ করে দেওয়া হোক, পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। 'আগে আদালত পুজো অনুদান দেওয়ায় কোনও নিষেধাজ্ঞা জারি করেনি'।শুনানি হোক পুজোর পরে, সওয়াল রাজ্যের। পুজোর পর এই মামলার আর কী গুরুত্ব? পর্যবেক্ষণ আদালতের। 'যদি নির্দেশ অমান্যকারী কমিটি গুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হয়...'। '....তাহলে সেটা পুজোর আগেই করতে হবে'। পুজো অনুদান নিয়ে মন্তব্য বিচারপতি সুজয় পালের। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।
SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় ED-র তল্লাশি। মোট ৪টি জায়গায় ED-র তল্লাশি। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে তল্লাশি। ED-র গাড়ি ও আধিকারিকদের দেখে পালাতে যান জীবনকৃষ্ণ সাহা, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাড়ির পিছনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা বিধায়কের, ধরে ফেললেন ED আধিকারিকরা।
জীবনকৃষ্ণ সাহার আত্মীয়, সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ED-র হানা। তল্লাশিতে আসতে দেখে নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা, খবর ED-র। বাড়ির আশপাশ তল্লাশি করে ঝোপের মধ্যে মিলেছে বিধায়কের ২টি ফোন। এর আগেও বাড়িতে CBI তল্লাশির সময় নিজের ২টি ফোন, পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে।
এর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা।২০২৩-এর ১৭ এপ্রিল গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক । এই মামলায় গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান জীবনকৃষ্ণ সাহা।


















