Durga Puja 2025: পুজোর কাউন্টডাউন শুরু। থিমের ম্যাজিকে কোন কোন মণ্ডপে থাকছে সেরা চমক?
ABP Ananda Live: পুজোর কাউন্টডাউন শুরু। থিমের ম্যাজিকে কোন কোন মণ্ডপে থাকছে সেরা চমক? দক্ষিণদাঁড়ি ইয়ুথ আর হাতিবাগান নবীন পল্লীর পুজো প্রস্তুতি ঘুরে দেখলেন অভিনেতা রাহুল।
রাস্তায় পড়ে রক্তাক্ত দেহ ! ইকো পার্ক থানা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের রহস্যমৃত্যু
ইকো পার্ক থানা এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের রহস্যমৃত্যু। ১১ নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তায় পড়েছিল রক্তাক্ত দেহ। আজ সকালে রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় শ্রমিকদের আস্তানা আছে। সেখান থেকে কয়েকটি মোবাইল ফোন খোয়া যাওয়ার অভিযোগ ওঠে। যুবকের মৃত্যুর সঙ্গে সেই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির ধাক্কায় মৃত্যুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করে দেখা হচ্ছে ওই এলাকার CC ক্যামেরার ফুটেজ।
এদিকে রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য দেখা গেছে ওই এলাকায়। ইকো পার্কের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক কনস্টেবলের। গুরুতর আহত হয়েছেন এক জন সিভিক ভলান্টিয়ার ও এক জন বাইক আরোহী। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে সাইকেলে করে পেট্রোলিং করছিলেন কনস্টেবল জ্যোতিষ দেবনাথ ও ওই সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রে খবর, আগের দিন রাত ১০টা নাগাদ আচমকা দ্রুত গতিতে এসে একটি গাড়ি ধাক্কা মারে। মৃত্য়ু হয় কনস্টেবলের।


















