Durga Puja 2025: বড়ির গয়না, বড়ির চাঁদমালায় এবার সেজে উঠবে রামমোহন সম্মিলনীর মাতৃ মূর্তির অলঙ্কার
ABP Ananda Live: পুজো আসতে আর কয়েক সপ্তাহ বাকি। পুজোর থিমে টক্কর দিতে প্রস্তুত বিভিন্ন পুজো কমিটি। থিম নিয়ে এবার অভিনব ভাবনা উত্তর কলকাতার রামমোহন সম্মিলনী পুজো কমিটির। বড়ির গয়না, বড়ির চাঁদমালায় এবার সেজে উঠবে রামমোহন সম্মিলনীর মাতৃ মূর্তির অলঙ্কার। থিমের নাম দেওয়া হয়েছে, দুর্গামায়ের অহংকার, গয়নাবড়ির অলঙ্কার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরের রানিচক গ্রাম গয়না বড়ির জন্য বিখ্য়াত। সেখানকার শিল্পীরাই তৈরি করছেন উপকরণ। রবিবার সেই রূপকারদের গ্রামেই উদ্বোধন হল পুজোর থিমের। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুজোর অন্যতম উদ্য়োক্তা কুণাল ঘোষ। গ্রাম বাংলার সঙ্গে কলকাতার মেলবন্ধন ঘটাতে এই বিশেষ উদ্য়োগ বলে জানান পুজো উদ্য়োক্তারা। পুজোর থিম উদ্বোধনের পাশাপাশি এদিন গ্রামের দুঃস্থ শিশুদের হাতে পুজোর জামা, পড়ার বই উপহার হিসেবে তুলে দেন পুজো উদ্য়োক্তারা। এই থিম এবার পুজোয় নজর কাড়বে বলেই আশাবাদী তাঁরা।
SSC-র দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে !
যে তালিকাটা গতকাল SSC আপলোড করেছে, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে প্যানেলটাকে বাদ দিয়েছিল, যে তথ্যের ভিত্তিতে, সেই তথ্যে কিন্তু আমাদের নাম ছিল না। এখনও পর্যন্ত OMR-এ মান্যতা পায়নি। যে হার্ডডিস্ককে কেন্দ্র করে এত কিছু ঘটছে, সেই হার্ডডিস্কের কিন্তু এখনও অথেন্টিসিটি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়নি। অতয়েব এই তালিকাকে আমরা মানছি না। এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। সিস্টেম মেনে যেভাবে পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা দিয়েছিলাম, SSC তালিকা প্রকাশ করেছিল, ইন্টারভিউ-কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলাম, রিকোমেন্ডডেশন লেটার দিয়েছিল, অ্যাপোয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, তারপর স্কুলে জয়েন করেছিলাম।'



















