Durga Puja 2025: পুজো অনুদানে 'না' দুই ক্লাবের
ABP Ananda LIVE: ২৬-এ বিধানসভা ভোটের আগে দুর্গা পুজোর ক্লাবগুলোর অনুদান এক লাফে ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর পুজোর অনুদান ছিল ৮৫ হাজার টাকা। এবারে তা বেড়ে হয় ১ লক্ষ ১০ হাজার টাকা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান নিতে অস্বীকার করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব ও নদিয়ার রানাঘাটের ৪-এর পল্লি দুর্গোৎসব কমিটি। গত বছর পুজোর আগে আরজি করের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য থেকে দেশ। ন্যাবিচার চেয়ে অনশন, রাত দখল দেখেছিল গোটা দেশ। তখনও রাজ্য সরকারের দুর্গা পুজোর অনুদান নিতে অস্বীকার করে একাধিক ক্লাব। তারপর কেটে গিয়েছে একবছর। এখনও আরজি কর কাণ্ডে বহু প্রশ্ন অধরা। তারপরেও রাজ্যে ঘটেছে একের পর এক ঘটনা। কসবা ল' কলেজে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ, কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাসে বোমার আঘাতে প্রাণ গিয়েছে ছোট্ট তামান্নার। তাই গত বছরের ধারা বজায় রেখে এই বছর রাজ্য সরকারের অনুদান নিতে অস্বীকার করল এই দুটি ক্লাব।


















