Durgapur News:দুর্গাপুরকাণ্ডে গ্রেফতার সহপাঠীকে মেডিক্যাল পরীক্ষার পর থানা থেকে নিয়ে যাওয়া হল আদালতে
ABP Ananda Live: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার সহপাঠীকে আদালতে পেশ । মেডিক্যাল পরীক্ষার পর থানা থেকে নিয়ে যাওয়া হল আদালতে । দুর্গাপুর কাণ্ডের পর থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ সহপাঠীকে। জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতির জেরে গ্রেফতার সহপাঠী, দাবি পুলিশ সূত্রে। গ্রেফতার নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলি। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর বয়ানে একাধিক অসঙ্গতি । বয়ানে অসঙ্গতি মেলায় সহপাঠী ওয়াসেফ আলিকে গ্রেফতার । ঘটনার দিন ওয়াসেফের সঙ্গেই বেরোন নির্যাতিতা, ধরা পড়ে সিসিটিভিতে। শুক্রবার সন্ধে ৭টা ৫৮ মিনিটে ওয়াসেফের সঙ্গে বাইরে বেরোন নির্যাতিতা। রাত ৮টা ৪২ মিনিটে ক্যাম্পাসে একাই ফিরে আসেন ওয়াসেফ। রাত ৮.৪৮ মিনিটে ফের ক্য়াম্পাস থেকে বেরোতে দেখা যায় ওয়াসেফকে। ৪১ মিনিট পর ক্যাম্পাসে একসঙ্গে ঢোকেন নির্যাতিতা ও ওয়াসেফ আলি।



















