TMC News: নারীসুরক্ষা প্রশ্নে তপ্ত বঙ্গ রাজনীতি। দুর্গাপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধীদের
ABP Ananda LIVE : অভয়াকাণ্ডের বছর পার, ফের এক মেডিক্যাল পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ যা নিয়ে ছাব্বিশের আগে নারীসুরক্ষা প্রশ্নে তপ্ত বঙ্গ রাজনীতি। দুর্গাপুর কাণ্ডে বিরোধীরা একযোগে নিশানা করেছে মুখ্য়মন্ত্রীকে, পাল্টা বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শাসকের অস্বস্তি বাড়িয়ে রাজারহাট থেকে তমলুক, দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৭
ফের বর্ধমান স্টেশনে পদপিষ্ট, ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি, আহত ৭। বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে নামা-ওঠার সিঁড়িতে হুড়োহুড়ি। ৫ নম্বর প্ল্যাটফর্মে আসে হলদিবাড়ি এক্সপ্রেস। কর্ড লাইনে ৪ নম্বর প্ল্যাটফর্মে আসে হাওড়া-বর্ধমান যাওয়ার ট্রেন। আচমকা হাওড়া-বর্ধমান যাওয়ার ট্রেনটিকে মেন লাইনে করে দেওয়ায় বিপত্তি দেখা দেয়। ফুট ওভারব্রিজে দিয়ে নামা-ওঠার সময় পদপিষ্ট হতে হয় বহু যাত্রীকে। আহতদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন পুরুষ। জি আর পি ও স্টেশন পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের আপাতত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে সেখানে। রবিবার সন্ধেয় বর্ধমান স্টেশনের ৪, ৬, ৭ নম্বর প্ল্য়াটফর্মে তিনটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সিঁড়ি দিয়ে যাত্রীরা দ্রুত সেই ট্রেন ধরার জন্য় নামতে থাকেন। কিন্তু সিঁড়িটির প্রস্থ ছোট হওয়ায় ভিড় বাড়তে থাকে, যা সামাল দেওয়া চাপের হয়ে দাঁড়ায়। তাড়াহুড়োয় উল্টে পড়ে যান অনেকে। রেলের উদ্ধারকারী দল ও জি আর পি দৌড়ে এসে পরিস্থিতি সামাল দেন।

















