DVC News : বন্যা পরিস্থিতি এড়াতে রাজ্য সরকারের এই অনুরোধে মান্যতা দিল ডিভিসি
ABP Ananda LIVE : বঙ্গে সবে প্রবেশ করেছে বর্ষা। এখনও দক্ষিণবঙ্গে তেমনভাবে শুরু হয়নি ভারী বৃষ্টি। তার আগেই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে দুবার বৈঠক সেরে ফেলেছে রাজ্য সরকার। বৃষ্টির মরশুমে বন্যা পরিস্থিতি এড়াতে, ডিভিসিকে একবারে ৫০ হাজার কিউসেকের বেশি জল না ছাড়ার অনুরোধ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই অনুরোধেই এবার মান্যতা দিল ডিভিসি।
মুখ্য়মন্ত্রীর প্রশ্রয়েই এই বাড়বাড়ন্ত অনুব্রত মণ্ডলের। দাবি বিরোধীদের
বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় হুমকি, গালিগালাজ করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা বলছেন, মুখ্য়মন্ত্রীর প্রশ্রয়েই এই বাড়বাড়ন্ত অনুব্রত মণ্ডলের। এর আগেও যখনই বিতর্কের মুখে পড়েছেন বারবার পাশে থেকেছেন তৃণমূল নেত্রী। গরুপাচার মামলায় জেলে থাকাকালীনও তাকে বীরের সম্মান দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


















