Kuntal Ghosh: কুন্তলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল ইডি। Bangla News
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন, তৃতীয় এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। বিনিময়ে কুন্তল ১০% কমিশন নিয়েছেন। এই তৃতীয় ব্যক্তি কে? জানতে চাইছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, প্রাইমারির নিয়োগপত্রের জন্য ১০ কোটি ৪৮ লক্ষ টাকা এবং আপার প্রাইমারির নিয়োগ পত্রের জন্য ৩ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার টাকা তোলা হয়। এমনকী, ২০১৪ সালের টেটে পাস করানোর জন্যও ৩ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়ার তথ্য প্রমাণ মিলেছে।নবম দশম, একাদশ দ্বাদশ ছাড়াও গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নিয়োগের জন্যও বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছে বলে ইডি সূত্রে দাবি। সম্প্রতি হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি দাবি করেছিলেন, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ।