Recruitment Scam: চাকরিহারাদের নিয়ে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অবশেষে ১২ জনকেই বৈঠকে থাকার অনুমতি । চাকরিহারাদের নিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী-এসএসসির চেয়ারম্যান । বিকাশভবনের বাইরে চাকরিহারাদের ভিড় । বৈঠকের দিকে তাকিয়ে হাজার হাজার চাকরিহারা । বিকাশ ভবনের বৈঠকে উপরে ঢুকল ৭ জন প্রতিনিধি । ১২ জন না হলে ভিতরে ঢুকব না: চাকরিহারা । বিকাশ ভবনে চাকরিহারাদের ৮ জন প্রতিনিধি দল । প্রথমে বিকাশ ভবনের ভিতরে ঢোকা নিয়ে জটিলতা সৃষ্টি হয় । ১২ জনকে নিয়ে বৈঠক ঢুকতে চেয়েছিল চাকরিহারা শিক্ষকরা । ৮ জনকে নিয়ে বৈঠকে ঢোকার অনুমতি দেয় সরকার
অবশেষ ৮ জন প্রতিনিধি ঢুকল বিকাশ ভবনে । আজ চাকরিহারাদের নিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বিকাশ ভবনে SSC চেয়ারম্যানও। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর বৈঠকে ১২ জন চাকরিহারা প্রতিনিধি।
আরও খবর...
বুধবার কসবার ডিআই অফিস অভিযানে যান চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষকর্মীরা। তাঁরা ব্যরিকেড পেরিয়ে অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চাকরিহারাদের ওপর বেধড়ক লাঠি চার্জ করে পুলিশ। একজন চাকরিহারাকে লাথি মারতে দেখা যায় কসবা থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। বুধবারের ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করে কসবার ডিআই। চাকরিহারাদের বিরুদ্ধে ৮টি ধারায় মামলা করা হয় এরমধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য। ডিআইয়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবেন এক চাকরিপ্রার্থীকে লাথি মারা পুলিশ অফিসার রিটন দাস।



















