Ek Dojon Golpo: ৫ বছর পরে অবশেষে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ
রাজ্যে একদিনে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সূত্রের খবর, এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮২ জন। আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পেরিয়ে গেছে। এরইমধ্যে, শাসক দলের বিরুদ্ধে ডেঙ্গির তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
৫ বছর পরে অবশেষে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ। হাইকোর্টের নির্দেশের জেরে অবশেষে নম্বর প্রকাশ পর্ষদের। ২০১৭-র টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল প্রাথমিক পর্ষদ। চলতি সপ্তাহেই ২০১৪-র টেটের নম্বর প্রকাশের ঘোষণা। ২০১৭-র টেট উত্তীর্ণ ৯ হাজার ৮৯৬জনে নম্বর প্রকাশ।
সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তির আগেই, ২৬৮ জনের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চিঠি পাঠানো হল জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলিকে। পর্ষদের ভূমিকা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।



















