ECI : QR কোডে ফর্ম ফিলআপের সুযোগ পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
ABP Ananda LIVE : ভোটের আগে নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক। এবার থেকে তাঁদের QR কোড করে এনুমারেশন ফর্ম ফিল আপের সুযোগ দেবে কমিশন। ফলে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় ভিন রাজ্যে থাকলেও এখানে ভোটার হিসেবে নাম তুলতে পারবেন পরিযায়ী শ্রমিকরা।জেলায় জেলায় কত পরিযায়ী শ্রমিক রয়েছে, তার তালিকা তৈরি করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রাজ্যে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন। ভিন রাজ্যে যাঁরা রয়েছেন, তাঁদের নাম যেন একাধিক রাজ্যে ভোটার তালিকায় না থাকে, আবার প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না পড়ে, দু'দিক মাথায় রেখেই জেলা প্রশাসনের থেকে বিস্তারিত তথ্য চাইছে নির্বাচন কমিশন।SIR শুরু হলে তাঁদের QR কোডে এনুমারেশন ফর্ম ফিল আপের সুযোগ দেবে কমিশন।


















