Calcutta High Court: হাইকোর্টের নির্দেশের পরেও উচ্ছেদে গিয়ে বাধার মুখে পুলিশ, মাঝেরহাট স্টেশনের কাছে বিক্ষোভ
HC Police Eviction from Port Trust : হাইকোর্টের নির্দেশের পরেও পোর্ট ট্রাস্টের জায়গা দখলমুক্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ মাঝেরহাট স্টেশনের কাছে তুমুল বিক্ষোভ। মাঝেরহাটে বন্দরের জায়গা দখল করে রাখার অভিযোগ। হাইকোর্টের নির্দেশের পরেও উচ্ছেদে গিয়ে বাধার মুখে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। ৫০-৬০ বছর বসবাস করার পরেও উচ্ছেদ করা হচ্ছে তাঁদের, অভিযোগ বাসিন্দাদের। মোতায়েন করা হয়েছে পুলিশ। আনা হয়েছে পে লোডার। প্রতিবাদে স্লোগান দিচ্ছেন এলাকার বাসিন্দারা। হাইকোর্টের নির্দেশের পরেও উচ্ছেদে গিয়ে সোমবার এভাবেই বাধার মুখে পড়ল পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। ঘটনাস্থল মাঝেরহাট স্টেশনের কাছে হেলেন কেলার সরণি। পোর্ট ট্রাস্টের অভিযোগ, এখানে থাকা তাদের জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখা হয়েছে। সেই জমির ওপর তৈরি হয়েছে ঝুপড়ি, ক্লাব সহ অনেক কিছু। এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে, জমি খালি করার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো সোমবার সকালে জমি খালি করার জন্য পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু বাধা দেন বাসিন্দারা। অভিযোগ, ৫০-৬০ বছর বসবাস করার পরেও নোটিস না দিয়েই উচ্ছেদ করা হচ্ছে তাঁদের। মহিলাদের অভিযোগ, উচ্ছেদের নামে ভেঙে দেওয়া হয়েছে ছোটদের স্কুল। বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় কাজ। যদিও উচ্ছেদের সিদ্ধান্তে অনড়় বন্দর কর্তৃপক্ষ। ABP Ananda LIVE