Fake Call Center: শিয়ালদার কাছে অভিজাত আবাসনের দুটি ফ্ল্যাটে প্রতারণার কারবারের হদিশ
ABP Ananda LIVE: কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। শিয়ালদার কাছে অভিজাত আবাসনের দুটি ফ্ল্যাটে প্রতারণার কারবারের হদিশ। বিদেশি নাগরিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতারণা চক্রের মূল পাণ্ডা-সহ ১০ জন গ্রেফতার । প্রচুর সোনা, ১০ লক্ষাধিক টাকা, ১০টি মোবাইল ফোন, ৮টি ল্যাপটপ, রাউটার, ২টি গাড়ি বাজেয়াপ্ত
অধ্য়ক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্য়বহার করে চাকরি পাওয়ার অভিযোগ, বিতর্কে অধ্য়াপিকা
বিতর্কে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপিকা জলি ভট্টাচার্য। অধ্য়ক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্য়বহার করে চাকরি পাওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। অন্য়দিকে, চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছেন অধ্য়াপিকাও। যাকে নিয়ে বিতর্ক, সেই জলি ভট্টাচার্য বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপিকা। এর আগে তিনি ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, সম্প্রতি জলি ভট্টাচার্যর অভিজ্ঞতার শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে সন্দেহ জাগে। তাঁর দাবি, অধ্য়ক্ষের প্য়াড এবং স্ট্য়াম্প থাকলেও, সেখানে সই ছিল কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্য়াপক প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়ের। যিনি আবার বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা নিয়ামক পদে রয়েছেন। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, এরপরই কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে গোটা বিষয়ে সম্পর্কে জানতে চান তিনি।


















