Fake CBI Officer: এবার জগাছায় ভুয়ো CBI অফিসার পরিচয়ে 'প্রতারণা', কী বললেন তাঁর প্রাক্তন স্ত্রী?
হাওড়ার জগাছায় ভুয়ো সিবিআই (CBI) অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার কথা বলে অনলাইন ইন্টারভিউ নিতেন অভিযুক্ত। চলতি বছরের মার্চে বিবাহ বিচ্ছেদ হয় শুভদীপ বন্দ্য়োপাধ্যায়ের। মার্চেই জগাছা থানায় অভিযোগ দায়ের করেন শুভদীপের প্রাক্তন স্ত্রী। এরপরেই প্রতারণার বিষয়টি জানাজানি হয়। বিহারের এক বাসিন্দা তাঁকে এই চক্রে টেনে আনে, দাবি অভিযুক্তর।
এই নিয়ে শুভদীপের প্রাক্তন স্ত্রী বলেন, "আমরা বিয়ের তারিখ পিছিয়ে দিতে চেয়েছিলাম করোনার জন্য। তখন শুভদীপের বাড়ি থেকে বলা হয় সিবিআই থেকে মেসেজ পাঠিয়েছে যে এই মাসের মধ্য়ে বিয়ে করতে হবে। ওঁর বাবা-মা বলেন যে ফোন কোনওদিন চেক করা যাবে না। ছেলের খবর নিলে চাকরি নিয়ে টানাটানি হতে পারে। তাই খবর নিতে যেতে বারণ করা হয়। এর ফলে আমাদের বাড়ি থেকে খবর নিতে যাওয়া হয়নি। ওঁদের মুখের কথা ভিত্তিতে বিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। বিয়ের আগে শুভদীপ বলেছিলেন উনি সিবিআইয়ের অ্যাসিসটেন্ট ডিরেক্টর। ওঁনার বাবা আইবিতে চাকরি করতেন। বিয়ের পর জানতে পারি ওঁনার বাবা আইবিতে চাকরি করতেন না। বিয়ের পর কথাবার্তায় উঠে এসেছে উনি আদতে সিবিআই অফিসার নন। পরে সিবিআই অফিসে গিয়ে জানতে পারি যে উনি সিবিআই অফিসার নন। পরে একাধিকবার ওঁনাকে এই মিথ্যেটা স্বীকার করে নিতে বললেও করেননি। আমাদের পাঁচ মাসের বিবাহজীবন।"