Fake Voters : ২১ জন বাংলাদেশি নাগরিকের নামের তালিকা পাঠাল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস
ABP Ananda LIVE: রাজ্যের সিইওকে বাংলাদেশি নাগরিকের নামের তালিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। ২১ জন বাংলাদেশি নাগরিকের নামের তালিকা পাঠাল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। ২১ জনের কাছে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট!সকলের কাছেই রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। আবার তাঁদের কাছ থেকেই পাওয়া গেছে অবৈধ উপায়ে জোগাড় করা ভারতীয় ভোটার, আধার, রেশন কার্ড, প্যান!কারও কারও কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পাসপোর্টও!২১ জনের মধ্যে কয়েকজন ভারতে ঢুকেছিলেন বনগাঁ সীমান্ত পেরিয়ে, উল্লেখ চিঠিতে। ২১ জনের মধ্যে অনেকে ২০১৭ সাল থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে থাকছিলেন!কেউ আবার বেহালায় জমিও কিনে ফেলেছিলেন!ভারত থেকে বাংলাদেশে ফেরত যেতে গিয়ে অথবা বাংলাদেশ থেকে ভারতে আসার সময় উদ্ধার নথি। অভিবাসন দফতরের কাউন্টারে ভারতীয় নথি উদ্ধার বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে, উল্লেখ চিঠিতে। প্রত্যেকের ভারতীয় নথি বাতিলের জন্য মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সুপারিশ। সুপারিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের।


















