সৃজনশীলতার উৎসব, দায়িত্বের উৎসব - JSW বিশ্বধারিণী পুরস্কার ২০২৫-এ অংশ নিন
তৃতীয় সিজ়ন নিয়ে আবার হাজির JSW বিশ্বধারিণী পুরস্কার ২০২৫। - এবার আর বড়, আরও ঝকঝকে এবং আরও বিস্তারের সঙ্গে। JSW বিশ্বধারিণী পুরস্কার, পাওয়ার্ড বাই JSW পেন্টস, সহযোগিতায় এবিপি আনন্দ। এই স্বতন্ত্র উদ্যোগে শারদ-উৎসব উদযাপিত হবে পরিবেশের প্রতি দায়িত্বকে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। গত বছর, ১০০-রও বেশি পূজা মণ্ডপ তাঁদের পরিবেশ-বান্ধব উদযাপনের প্রতি তাঁদের অঙ্গীকারকে সামনে এনেছিল। তার মধ্যে স্থায়িত্বের প্রতিশ্রুতিবদ্ধতায় উল্লেখযোগ্য ছাপ রেখে ১০টি পুজো মণ্ডপ পরেছিল জয়ের মুকুট। এই বছর, সেরা ২০ পরিবেশ-বান্ধব পুজো জিতে নেবে সৃজনশীলতা ও পরিবেশমুখী অনুশীলনের পরিচায়ক এই পুরস্কার। JSW বিশ্বধারিণী পুরস্কার ২০২৫-এ অংশ নিতে ফোন করুন - 89617-70946 এই নম্বরে। সকাল ১১টা থেকে সন্ধে ৭টার মধ্যে। ঐতিহ্যের সঙ্গে দায়িত্ব একাকার যেখানে তেমন এটি উদ্যোগ JSW বিশ্বধারিণী পুরস্কার ২০২৫। এই উৎসব উদযাপনের অংশ হোন আপনিও। Durga Puja 2025


















