Fire Incident: বেলেঘাটায় বরফকলের কাছে দোকানে ভয়াবহ আগুন
ABP Ananda Live: বেলেঘাটায় বরফকলের কাছে দোকানে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন, আতঙ্কে স্থানীয়রা।
বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের । আগামীকাল দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মসূচি শুভেন্দু অধিকারীর । এক হাজার কর্মী সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি আদালতের । কর্মসুচিতে ২৫ টি মাইক ব্যবহারের অনুমতি আদালতের । হাসপাতাল এলাকা বাদ দিয়ে ৫০০ মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে, নির্দেশ আদালতের ।'রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে' । রাজ্য নিজেই বলেছে যে শেষ কর্মসূচিতে ৪৫০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন'
নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দির তৈরির ঘোষণা নিয়ে প্রশ্ন কুণালের
'সাংসদ তহবিলের টাকায় হাসপাতাল তৈরির ঘোষণা করেও কেন রামমন্দির?' নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দির তৈরির ঘোষণা নিয়ে প্রশ্ন কুণালের



















