Firhad on Suvendu: 'রাজনৈতিক ব্যবহারের জন্য CBI-ED নয়', শুভেন্দুকে নিশানা ফিরহাদের।Bangla News
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেন তাঁকে আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণ কল্যাণী ছাড়াও বিরোধী দলনেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিস দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায় ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। স্বাধিকারভঙ্গের নোটিস গ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এরপর অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি।
এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, সিবিআই, ইডি-এর (ED) সম্মান নষ্ট করা হচ্ছে। রাজনৈতিক ব্যবহারের জন্য এরা নয়। এর আগেও সরকার ছিল। তারা কোনও দিন সিবিআইকে (CBI) রাজনৈতিকভাবে ব্যবহার করেনি।



















