Jadavpur Incident: অভয়া থেকে যাদবপুরকাণ্ড-বিচারের দাবিতে ফের পথে নেমে প্রতিবাদ
ABP Ananda Live: অভয়া থেকে যাদবপুরকাণ্ড-বিচারের দাবিতে ফের পথে নেমে প্রতিবাদ। হাজরার সঙ্গে ধর্মতলা-একসঙ্গে জোড়া মিছিল।
সকালে গরম, রাতে ঠান্ডা হাওয়ার পরশ। শীত চলে গেলেও যেন থেকে গিয়েছে তার রেশ। আবহাওয়ার ধরন দেখে বলাই যায়- বসন্ত এসে গেছে। কর গোনা দিনে দোল উৎসব.. মনের রঙে রাঙিয়ে নেওয়ার দিন। এদিকে, দোলের আগেই, রবিবার, কলকাতার সাউদার্ন অ্যাভিনিউতে সাড়ম্বরে পালিত হল বসন্ত উৎসব। কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে এলাকার সমস্ত মানুষের সঙ্গে উৎসবে সামিল হন তৃণমূল কাউন্সিলর মনীষা বসু। রবিবার বিকেলে, কাউন্সিলরের কার্যালয় থেকে শুরু করে বুলেভার্ড গ্রাউন্ড পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের তালে তালে নাচে-গানে বর্নাঢ্য শোভাযাত্রায় হাঁটেন এলাকার বাসিন্দারা। আবির মাখিয়ে চলে রঙিন শুভেচ্ছা বিনিময়। শোভাযাত্রায় সিংহভাগ জুড়ে ছিলেন মহিলারা। বুলেভার্ড গ্রাউন্ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নামী শিল্পীদের পাশাপাশি যোগদান করে রামধনু সংগঠনের সঙ্গে যুক্ত বহু পথশিশু।


















