Subodh Singh: বিহারের জেল থেকে আসানসোলে নিয়ে আসা হল গ্যাংস্টার সুবোধ সিংকে! ABP Ananda Live
West Bengal News: বিহারের জেল থেকে আসানসোলে নিয়ে আসা হল গ্যাংস্টার সুবোধ সিংকে। কড়া নিরাপত্তায়, রীতিমতো গোপনীয়তা বজায় রেখে, বিহারের এসটিএফ ও সিআইডির ঘেরাটোপে আসানসোল আদালতে নিয়ে আসা হয় এরাজ্যে একের পর এক ডাকাতির মাস্টারমাইন্ডকে। বিহারের জেলে বসে বাংলায় অপারেশন চালানোর জন্য একাই একশো ছিল এই সুবোধই।
বিহারের জেলে বসে বাংলায় দুষকৃতী কার্যকলাপের নিখুঁৎ অপারেশনের অভিযোগ। আর সেই গ্যাংস্টারকে নাগালে পেতে এবার CID-র 'অপারেশন সুবোধ'। কড়া নিরাপত্তায় বিহারের বেউর জেল থেকে, আসানসোলে নিয়ে আসা হল কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং-কে। নাম সুবোধ হলেও, কাজে অবশ্য ঠিক তার উল্টো। রাজ্যের গোয়েন্দাদের দাবি, নিজে বিহারের জেলে থাকলেও, সেখানে বসে বাংলায় ডাকাতি, ব্যবসায়ীর ওপর হামলা, প্রোটেকশন মানি চেয়ে বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি-সহ একাধিক ঘটনার মাস্টারমাইন্ড এই সুবোধ সিংই। ২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার নেপথ্যে ছিল সুবোধ সিং।
২০২০-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। সম্প্রতি বেলঘরিয়ার রথতলায় BT রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিবৃষ্টি, ও ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্য়বসায়ী তাপস ভকতকে হুমকির ঘটনাতেও নাম সামনে আসে সুবোধ সিংয়ের।