Garia Incident: 'ওনারা সম্পূর্ণ মিথ্য়া বলছেন', গড়িয়ার ঘটনায় মতামত ক্লাব সদস্যের
ABP Ananda LIVE: খাস কলকাতায় ফের প্রতিবাদীকে 'বেধড়ক মার', সঙ্গে ধর্ষণের 'হুমকি' । বিসর্জনের শোভাযাত্রা থেকে চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকে 'মারধর' । গতকাল রাতে গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে ঘটেছে এই ঘটনা।১৪ বছরের সন্তানের সামনে রাস্তায় ফেলে দম্পতিকে মারধরের অভিযোগ । প্রাণ বাঁচাতে ফ্ল্যাটে ঢুকতে চাইলে সিঁড়িতেই মহিলার 'শ্লীলতাহানি' । কোলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে শাসায় দুষ্কৃতীরা । রাস্তা থেকেও ফ্ল্যাট লক্ষ্য করে ছোড়া হয় ইট । নেতাজি নগর থানায় ফোন করেও পাওয়া যায়নি পুলিশের সাহায্য, অভিযোগ দম্পতির । পরে ১০০ ডায়ালে ফোন করে মেলে সাহায্য । বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য গেলে সেখানেও শাসায় দুষ্কৃতীরা' । মেডিক্যাল পরীক্ষা না করানোর চাপ দিতে থাকে অভিযুক্তরা, অভিযোগ দম্পতির । ফের ১০০ ডায়াল করায় হাজির হয় পুলিশ, মেডিক্যাল পরীক্ষা হয় এম আর বাঙুর হাসপাতালে


















