Morning Headlines 3 October: সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবল ভিড়, লেজার শো বন্ধ করে দর্শকদের প্রবেশ নিয়ন্ত্রণ
সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবল ভিড়। লেজার শো বন্ধ করে দর্শকদের প্রবেশ নিয়ন্ত্রণ। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সজল ঘোষের। পরে গভীর রাতে লেজার শো চালু।
সুরুচি সঙ্ঘে অভিনেত্রী সায়ন্তিকা ও বিধায়ক জুন মালিয়াকে নিয়ে ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নাচলেন জুন-সায়ন্তিকা-ঋতুপর্ণা।
সপ্তমীতে নর্থ বোম্বে সর্বজনীনে অঞ্জলি দিলেন কাজল-রানি। লোখণ্ডওয়ালায় সঙ্গীত শিল্পী অভিজিতের পুজোয় উন্মাদনা। প্রথম বছর পুজো আয়োজনে ব্যস্ত কুমার শানু।
ইংল্যান্ডের লন্ডন, ব্রিস্টল থেকে স্কটল্যান্ডের এডিনবরা, কানাডার ডারহ্যাম। মেতে উঠেছে জার্মানির স্টুটগার্টও।
হিন্দু মহাসভার পুজোয় অসুররূপে মহাত্মা। সমালোচনা বিজেপি রাজ্য সভাপতির। কড়া নিন্দা তৃণমূলের। সমালোচনার মুখে অসুরের চেহারা বদল উদ্যোক্তাদের।

















