এক্সপ্লোর
Weather Update : তুমুল বৃষ্টি ! ভাসবে বাংলার কোন কোন জায়গা ?
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে ( Depression ) পরিণত হবে বলে মত আবহবিদদের। এরপর তা উত্তর বঙ্গোপসাগরের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে। ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে এটি আরও শক্তি বাড়াবে বলে পূর্বাভাস। শনিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল। IMD রও পূর্বাভাস, শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি(Rainfall) হবে।
জেলার
বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
আরও দেখুন



















