BJP: সিঙ্গুরে বিজেপির ধর্নামঞ্চের পাশে তৈরি নতুন মঞ্চ, কর্মসূচি দীর্ঘায়িত হওয়ার জল্পনা। Bangla News
সিঙ্গুর (Singur) থেকে কি টানা আন্দোলন চালিয়ে যাবে বিজেপি (BJP)? সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে (Durgapur Expressway) লাগোয়া বিজেপির ধর্নামঞ্চের পাশে আরও একটি মঞ্চ তৈরি ঘিরে বাড়ছে জল্পনা।
কৃষকদের দাবিদাওয়া নিয়ে, সিঙ্গুরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিজেপির কিষাণ মোর্চার ধর্না। কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনের গতিপথ স্পষ্ট করে কিছু বলেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
২০০৮ সালে এই সিঙ্গুরে প্রায় ২ সপ্তাহ ধরে ধর্না চালান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাহলে কি সিঙ্গুর মডেলেই হবে বিজেপির আন্দোলন?
সিঙ্গুরে বিজেপির ধর্নামঞ্চে কেন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় নেই তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাঁকে এই কর্মসূচি সম্পর্কে অনেক দেরিতে জানানো হয় বলে অভিযোগ বিজেপি সাংসদের।
এদিন, ধর্নামঞ্চ থেকে আচমকা সুকান্ত মজুমদার চলে যান বাজেমেলিয়া ঘোষপাড়ায়। কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্ত খেত পরিদর্শন করেন।