Hooghly News : উত্তরপাড়ার রাজা প্য়ারীমোহন কলেজেও মনোজিৎ-মডেলের ছবি
ABP Ananda LIVE : কয়েকদিন আগে উত্তরপাড়ার রাজা প্য়ারীমোহন কলেজেও মনোজিৎ-মডেলের ছবি ধরা পড়ে। SFI-এর দাবি, ২০১১ সালের পর উত্তরপাড়ার রাজা প্য়ারীমোহন কলেজে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে চাকরি দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দশজন নেতাকে। অধ্য়ক্ষর দাবি, এই চাকরি হয়েছে পরিচালন সমিতির সুপারিশে। পরিচালন সমিতির মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। যিনি কার্যত দায় ঠেলেছেন পূর্বসূরিদের দিকে।
বাদুড়িয়ায় বসিরহাট-স্বরূপনগর রোড অবরোধ করেন স্থানীয়রা
বর্ষাকাল এলেই ভুগতে হয় এই সমস্য়ায়। বছরের পর বছর ধরে অভিযোগ জানিয়েও হয়নি সমস্য়ার সমাধান। শনিবার সেই অভিযোগকে সামনে রেখেই বাদুড়িয়ায় বসিরহাট-স্বরূপনগর রোড অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে, তাঁদের সঙ্গেও শুরু হয় বচসা। আঙুল উঁচিয়ে পুলশিকে হুঁশিয়ারি দিতে দেখা যায় বিক্ষোভকারীদের একাংশকে। চলে তুমুল তর্কাতর্কি। ঘণ্টাখানেকের জন্য় অবরুদ্ধ হয় পড়ে রাস্তা। পুলিশ আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা ও শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার। কিন্তু গ্রামবাসীদের সঙ্গে আলোচনা চলাকালীনই কাটে তাল। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, আলোচনা চলাকালীন তাঁকে অসম্মান করা হয়। এরপর তিনি চলে যেতে চাইলে মারমুখী হয়ে ওঠে গ্রামবাসীদের একাংশ। ক্ষোভ উগরে দেন তাঁর বিরুদ্ধে।



















