Singur : সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু, জোর করে কলকাতা মেডিক্যালে ময়নাতদন্ত করানোর অভিযোগ পরিবারের
ABP Ananda LIVE : নন্দীগ্রামের মেয়ে। মাত্র ৩ দিন আগে কাজে যোগ দিয়েছিলেন সিঙগুরের নার্সিংহোমে। বুধবার রাতে নার্সিংহোম থেকেই তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই পরিস্থিতিতে শুক্রবার মৃত নার্সের ময়নাতদন্ত কোথায় হবে, তা নিয়ে দিনভর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল।পরিবারের দাবি, শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও, পরে তাঁদের জানানো হয়, ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্যাল কলেজে। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি ময়নাতদন্ত নিয়ে আস্থা নেই সরকারি হাসপাতালে। পরিবারের দাবি মেনেই সিঙ্গুরে মৃত নার্সের দেহ নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে। কলকাতা মেডিক্যাল কলেজের মর্গ থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণীতে। গতকালই ময়নাতদন্ত নিয়ে কল্যাণী এইমসের ফরেন্সিক মেডিসিন বিভাগে যোগাযোগ করা হয়। কল্যাণী এইমসে যোগাযোগ করেন হুগলি গ্রামীণ এসপি। কল্যাণী এইমস থেকে সবুজ সঙ্কেত মেলার পরেই নিয়ে যাওয়া হচ্ছে নার্সের দেহ। গতকালই রাজ্য সরকারি হাসপাতালে আস্থা নেই বলে জানিয়েছিল মৃত নার্সের পরিবার। মৃত নার্সের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁরা ময়নাতদন্ত চান কেন্দ্রীয় হাসপাতালে।


















