Humayun Kabir : দলের অনুমতি ছাড়া কেন কালীগঞ্জের পরিবারকে সাহায্য়? হুমায়ুন কবীরকে শোকজ
ABP Ananda Live: দলের অনুমতি ছাড়া কেন কালীগঞ্জের পরিবারকে সাহায্য়? হুমায়ুন কবীরকে শোকজ। ডেবরার তৃণমূল বিধায়ককে শোকজ করল দল। 'দলের অনুমতি ছাড়া কেন তামান্না খাতুনের মাকে আর্থিক সাহায্য় করতে গেলেন?' 'বিধায়কের আচরণ দলের ভাবমূর্তিকে আঘাত করেছে'। ডেবরার তৃণমূল বিধায়ককে শোকজ করল দল। 'আমি ব্যক্তিগতভাবে কালীগঞ্জ গেছিলাম'। আমি অসুস্থ, এখনও চিঠি পাইনি, পেলে উত্তর দেব, প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের। গতকাল আর্থিক সাহায্য় করতে গেলে হুমায়ুনকে ফিরিয়ে দেয় পরিবার।
Shubhanshu Shukla: আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছি শুভাংশুরা
আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছি শুভাংশুরা। 'নমস্কার দেশবাসী, ৪১ বছর পর আমরা আবার মহাকাশে। অসাধারণ একটা যাত্রা, পৃথিবীর চারদিকে প্রতি সেকেন্ডে সাড়ে ৭ কিলোমিটার বেগে ঘুরছি', মহাকাশ স্টেশনের পথে যেতে যেতে বার্তা শুভাংশু শুক্লার। আজ বিকেল সাড়ে চারটেয় স্পেস স্টেশনে পৌঁছবে ড্রাগন স্পেস এয়ারক্রাফট। নামার আগে স্পেস স্টেশনের গতির সঙ্গে তাল মেলাতে হবে স্পেসক্রাফটকে। গতির সঙ্গে তাল মিলিয়ে মহাকাশযানকে আনতে হবে স্পেস স্টেশনের একই স্তরে। স্পেস স্টেশনের হারমনি মডিউলের মহাকাশের মুখোমুখি পোর্টে পৌঁছবে মহাকাশযান। স্পেস স্টেশনে পৌঁছনোর পর মহাকাশে খাদ্য ও পুষ্টি নিয়ে গবেষণা করার কথা শুভাংশুর।


















