IIM Joka Incident: জোকার IIM ক্যালকাটায় নির্যাতনের অভিযোগের তদন্তে এবার ৯ সদস্যের SIT গঠন
ABP Ananda LIVE : জোকার IIM ক্যালকাটায় তরুণী মনোবিদকে ধর্ষণের অভিযোগের তদন্তে এবার ৯ সদস্যের SIT গঠন করল কলকাতা পুলিশ। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। পুলিশ সূত্রে খবর, রাস্তার CC ক্যামেরার ফুটেজে তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে। এরপর কী হল? ঘটনাক্রম জানতে IIM কর্তৃপক্ষের কাছ থেকে ক্যাম্পাসের সমস্ত CCTV-র ফুটেজ চেয়েছে পুলিশ।
Mamata Banerjee: মোদির আগেই রাস্তায় মমতা
২১ শে জুলাইয়ের ২ দিন আগেই রাজ্যে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আর মোদির সভার ঠিক ১ দিন আগে এবার কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি খেদাওয়ের অভিযোগে ১৬ই জুলাই বড় কর্মসূচি ঘোষণা করল তৃণমূল। বুধবারের প্রতিবাদ কর্মসূচিতে কলকাতার তৃণমূল নেতা-কর্মীরা ছাড়াও থাকবেন দমদম, বিধাননগর, হাওড়া,ও ভাঙড়ের তৃণমূল কর্মীরা। অন্যান্য জেলায় থাকছে আলাদা কর্মসূচি।


















