IIM Joka Incident: ফের ক্যাম্পাসে নির্যাতনের অভিযোগ ঘিরে তোলপাড় ! সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাল পুলিশ
ABP Ananda LIVE : কসবার ল কলেজের পর IIM জোকা। হস্টেলেই মনোবিদকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণাটকের ছাত্র। জল, পিৎজা খাইয়ে বেহুঁশ করে নির্যাতন, বাধা দিলে মারধরের অভিযোগ। IIM জোকার ক্যাম্পাসের সব সিসিটিভি ফুটেজ তলব পুলিশের । ঠিক কী হয়েছিল IIM জোকায়? অভিযোগকারিণীর বাবার ভাইরাল ভিডিওয় বাড়ল রহস্য। 'থানায় অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে, যেগুলো আমার কথা নয়। আমার সঙ্গে কেউ কোনও খারাপ ব্যবহার করেনি, বলেছে মেয়ে।' দাবি বাবার। অভিযোগকারিণীর বাবার এই দাবিতে তৃণমূলের চক্রান্ত দেখছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
কসবার আইন কলেজের পর এবার IIM জোকার ক্যাম্পাস। একমাসের মধ্যে ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ উঠল। তরুণী মনোবিদকে হস্টেলে নিজের রুমে নিয়ে গিয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, তাঁকে ভিজিটর্স বুকে সই করতেও দেওয়া হয়নি। কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? ফের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।


















